আপনালয়

মানব জাতিগোষ্ঠীর একজন সদস্য হিসেবে খুব সাধারন এবং ঠান্ডা স্বভাবের। সাথে অশিক্ষিত, ক্ষ্যাত, অসামাজিক এবং মুর্খ্য এইসব উপাধীগুলোও প্রয়োজন মত ব্যাবহার করতে পারেন।
অতঃপর, মুল কথা

The REAL pain in the ASS...!!!

সেই মাত্রার ইমোশোনাল একখান ছেলে। বেলুন ভরা পানি দেখছেন? একটা খোচা দিলেই ছিদ্র দিয়া বাইর হয়, আমার ইমোশনও তেমনই। তাই যারা হাতে বাশ নিয়া আইছেন, আমার ভেতরে হান্দানোর লাই, তাগো উদ্দেশ্যে, বাশ আইনা লাভ নাই, কিছুই হইব না। একখান আলপিন নিয়া আসেন কামে দিব।

এখন যারা উপরের কথা পইরা চিন্তা করতেছেন FR পাঠাইবেন কিনা তাদের উদ্দেশ্যে, যা করবেন ভেবেচিন্তে করবেন। ফ্রিকুয়েন্সি না মিললে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আর আমি কোন দায়ভার নিতে পারব না।

আর যারা এমনি ঘুরিতে আইসেন তাগো লাইগ্যা, হুদাই এইদিকের অন্ধকারে না ঘোরাঘুরি কইরা, আলোর কাছে যান। জানেন তো পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।

এতক্ষন যখন পড়লেন, তাইলে এট্টু জ্ঞান নেন,
"এ জীবনে যারা শুধু দিলে, পেলেনা কিছুই। উৎপীড়িত মানুষ হয়েও, মানুষ যাদের চোখের জলের হিসেব কখনো নিলেনা। নিরুপায় দুঃক্ষময় জীবনে যারা কোনদিন ভেবেই পেলেনা, সমস্ত থেকেও কেন কিছুতেই তাদের অধিকার নেই। তারাই আমাকে পাঠালে, মানুষের দরবারে নালিশ জানাতে...
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋষির পদাবলী (প্রথম পর্ব - আগমন)

যমুনার মাঠ